
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে পুলিশী বাধায় ২০ দলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। পরে দলীয় কাযৃালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় ঐক্যজোটের সকল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবীতে এবং গুন, খুন, হত্যা, নির্যাতন, জেল-জুলুমের প্রতিবাদে চলমান হরতাল সফল করার লক্ষে ২০ দলীয় জোট দেশব্যাপী এই কর্মসূচী ঘোষণা করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় জেল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে ২০ দলীয় জোট মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ২০ দলীয় নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে। এদিকে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে সরে গিয়ে শহরের মুন্সিপাড়া, বুটিবাবুর মোড়, লিলির মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি এড. আব্দুল হালিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেনের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এ্যাড. আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের সভাপতি প্রভাষক মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক হেলাল, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড. মোফাজ্জল হোসেন দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান সরকার, জেলা ন্যাপের সভাপতি মঞ্জুরুল আলম, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সদস্য সচীব মকসেদুল ইসলাম টুটুল, যুবদলের যুগ্ম আহবায়ক মোন্নাফ মুকুল প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব রেজিনা ইসলাম, জেলা তাতীঁদলের আহবায়ক রেজাউল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুর রাজ চৌধুরী, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম , মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলীয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি, জেলাা তাতী দলের সহ-সভাপতি মনসুর আলী শাহীন, জেলা তরুণ দলের সভাপতি শাহনেওয়াজ হোসেন মিন্টু, মহিলা দল নেত্রী ময়না, রেহানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, পুলিশ দিয়ে বাধা দিয়ে ও মামলা হামলা করে ২০ দলের আন্দোলন ঠেকানো যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচী সফল না হওয়া পর্যন্ত একজন নেতাও মাঠ ছাড়বে না। দেশবাসী আন্দোলনের সাথে আছে। জনতার আন্দোলনে দিশেহারা দলীয় নেতাকর্মী ও পুলিশ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে। বক্তারা অবিলম্বে বিরোধী দলের দাবী মেনে নিয়ে জাতীয় নির্বাচন দেয়ার আহবান জানান। দিনাজপুর শান্তিপূর্ন জেলা। বক্তারা আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে বিএনপি, ন্যাপ, জাগপা, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, তাঁতীদল,তরুন দল, বাস্তহারা দল, জাসাস তরুণ প্রজন্ম দলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে।