বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে পুলিশের অভিযানে ১৭ জন আটক্

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর কোতয়ালী পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছে মাদক বিক্রেতা, মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

 

অভিযানে আটকৃতরা হলেন- সদর উপজেলার বড়ইল এলাকার আকবর আলীর ছেলে মনোয়ার ইসলাম রাজু (২০), আক্তার হোসেনের ছেলে কোরবান আলী আজগর (২৫), মাহমুদ আলীর ছেলে নাসিম উদ্দিন (২২), সুইহারী এলাকার সাববীরের ছেলে সুজন (২২), বড়গুরগুলার রশিদের ছেলে মাকসুদুর রহমান (২৬), খোয়ারের মোড় এলাকার নেফাতুললার ছেলে সিরাজ (৪০), হামজাপুর এলাকার মৃত হবিবর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩২), কসবা এলাকার সামসুল আলমের ছেলে দেলোয়ার হোসেন বিদ্যুৎ (২৩), ফকিরপাড়া এলাকার মুত আলাউদ্দিনের ছেলে জাকিুরুল ইসলাম (৪৫), দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত মোনা মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম (৩৫), পশ্চিম রামনগর এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে হুমায়ুন কবির (৩০), ৬নং উপশহর এলাকার নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম সাজু (৩৪), লালবাগ এলাকার রমজান আলীর ছেলে লিটন (৩০), শেখপুরা এলাকার কাতি মুদ্দিনের ছেলে সেন্টু (৪০), মৃত আশরাফ আলীর ছেলে সাইদুর রহমান (৫০), ও পুলহাট বড়পুল এলাকার নূর ইসলামের ছেলে নাজমুল ইসলাম নাজু (২৮)।

 

বুধবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে উক্ত ব্যক্তিদের আটক করা হয়।

 

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালকুজ্জামান পি পি এম জানান, মাদক বিক্রেতা, মাদক সেবন সহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমাতে রাম সাগর ও এর আশপাশের বিভিন্ন মাদকস্পটে এই অভিযান চালানো হয়েছে।

আগামীতেও এ ধরণের অভিযান চালানো অব্যাহত থাকবে। তিনি আরো জানান, অভিযান চলা কালে রেজিষ্ট্রেশন বিহীন ১০ টি মটর সাইকেল আটক করা হয়েছে।

Spread the love