
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের পঞ্চম দিনে এক জঙ্গীসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানের শুরম্ন থেকে দিনাজপুর জেলায় এ পর্যমত্ম ৩৬৬ জনকে আটক করা হলো।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, রোববার রাত ১০টা থেকে সোববার সকাল ১০টা পর্যমত্ম জেলার ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বীরগঞ্জ উপজেলায় এক জঙ্গীসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি। তাদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উলেস্নখ্য, দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত আটক হলো ৩৬৬ জন। এর মধ্যে প্রথম দিনে ১০০ জন, দ্বিতীয় দিনে দুই জেএমবি সদস্যসহ ৬৫ জন, তৃতীয় দিনে এক জঙ্গী সদস্যসহ ৬৫ জন, চতুর্থ দিন এক জঙ্গীসহ ৬৬ জন ও পঞ্চম দিনে এক জঙ্গী সদস্যসহ ৭০ জনকে আটক করা হয়।