মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের সপ্তম দিনে এক জঙ্গীসহ আটক ৪৯

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের সপ্তম দিনে এক জঙ্গীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে দিনাজপুরে গত এক সপ্তাহে ৪৯১ জনকে আটক করা হলো।

দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিরিরবন্দর উপজেলায় গালিবুর রশিদ নামে এক জঙ্গীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি। তাদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত আটক হলো ৪৯১ জন। এর মধ্যে প্রথম দিনে ১০০ জন, দ্বিতীয় দিনে দুই জেএমবি সদস্যসহ ৬৫ জন, তৃতীয় দিনে এক জঙ্গী সদস্যসহ ৬৫ জন, চতুর্থ দিন এক জঙ্গীসহ ৬৬ জন, পঞ্চম দিনে এক জঙ্গী সদস্যসহ ৭০ জন, ষষ্ঠ দিনে এক জঙ্গী সদস্যসহ ৭৬ জন ও সপ্তম দিন এক জঙ্গী সদস্য ৪৯ জনকে আটক করা হয়।