দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে চিরিরবন্দরে বাড়ীর গ্রীল ভেঙ্গে চিরিরবন্দর থানার এসআই রাজু আহম্মেদের ভারতীয় তৈরী ডিসকোভার-১২৫মটর সাইকেল, এএসআই মোঃ মমিনের ভারতীয় তৈরী ডিসকোভার-১২৫মটর সাইকেল ও আবুল খায়ের ট্যোবাকো কোম্পানীর কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ভারতীয় তৈরী হিরো হোন্ডা স্পিল্ডার-১০০সিসি মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
সোমবার ভোর সাড়ে ৪টায় উপজেলার চিরিরবন্দর ডাকঘর সংলগ্ন মোঃ বেলাল হোসেনের বাড়ীতে এই দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
বাড়ীর মালিক মোঃ বেলাল হোসেন জানান, প্রতিদিনের মতো চিরিরবন্দর থানার এসআই রাজু আহম্মেদ, এএসআই মোঃ মমিন ও আবুল খায়ের ট্যোবাকো কোম্পানীর কর্মকর্তা বিপ্লব কুমার সরকার তাদের মটর সাইকেল নিচ তলায় রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙ্গে দেখি গ্রীল ভাঙ্গা।
চিরিরবন্দর থানার এসআই রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মটর সাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।