বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে পুলিশ ও জনতা ব্যাংকের কম্বল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পুলিশ প্রশাসন ও জনতা ব্যাংক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

বুধবার দুপুরে দিনাজপুর পুলিশ লাইন মাঠে পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও কোট বিতরণ করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপারদ্বয় সঞ্জয় সরকার ও মারুফা হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামে নির্যাতিত সংখ্যালঘুদের মাঝে কম্বল বিতরণ করেন জনতা ব্যাংকের দিনাজপুর এরিয়া অফিসের ডিজিএম মোঃ আব্দুল মান্নান। এসময় এজিএম মোঃ আনোয়ারুল ইসলাম, এফএজিএম গণেশ চক্রবর্তী, সিবিএ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার পঙ্কজ দাস ও অফিসার মদন কুমার দাস।

Spread the love