দিনাজপুর প্রতিনিধি : পুনর্ভবা নদীর রেল ব্রীজের নির্মানাধীন গার্ডার ভেঙ্গে মাসুদ রানা (৩০) নামে এক শ্রমিক নিহত। এতে আহত হয়েছে অপর ৮ শ্রমিক। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহত মাসুদ দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের নুর ইসলামের পুত্র।
জানা যায়, মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করার জন্য পূনর্ভবা নদীর উপর রেলব্রীজের সম্প্রসারন কাজ চলাকালে গত মধ্যরাতে ব্রীজের একটি গার্ডার ভেঙ্গে পড়ে। এতে বেশ কজন শ্রমিক ওই গার্ডারের নীচে চাপা পড়ে। শ্রমিকদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাসুদ রানা নামে এক শ্রমিককে মৃত ঘোষনা করে চিকৎসকরা। আহত অপর ৮ শ্রমিককে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। এরা হচ্ছেন-দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের শহীদুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের সাহের ইসলামের পুত্র মাহাবুব আলী (৩২)।