জেলার বীরগঞ্জে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটানায় মা ও ছেলেসহ নয়জন আহত হয়েছেন।
বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের কারিতাস অফিস সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল ১১টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী সাইফ এন্টার প্রাইজের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ ছয়জন আহত হন।
আহতরা হলেন— উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা ডিনেশ্বরী গ্রামের সুধির চন্দ্র রায়ের ছেলে অটোরিকশার চালক মানিক চন্দ্র রায় (২৮), যাত্রী সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নয়ন রায়ের স্ত্রী মিনতি রায় (২০), সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের মো. রিয়াজ উদ্দিনের মেয়ে মোছাম্মাত জেসমিন আকতার (২২), একই ইউনিয়নের বটতলী গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছাম্মাত রুনা বেগম (৩৩), কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ডহন্ডা পাহাড়পুর গ্রামের মৃত দলায় চন্দ্র রায়ের স্ত্রী শিল্পী রায় (৩৪) ও তার শিশু পুত্র হিমেল রায় (১০)।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর হতে নছিমন যোগে গরু নিয়ে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ী যাওয়ার পথে সাতোর ইউনিয়নের বাবলু ফার্ম এলাকায় সেটি উল্টে যায়। এ সময় গরুর মালিক শিবরামপুর ইউনিয়নের বিমল চন্দ্র রায় (৪০) গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নছিমনের চালক ভোগনগন ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. বাবুল হোসেনকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একই সময় ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট নামক স্থানে একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে আটোরিকশার চালক সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মো. রবির ছেলে বাবু হোসেন বাবুল (২৯) গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহামুদুল হাসান পলাশ জানান, আহত মানিক চন্দ্র রায়, মিনতি রায়, জেসমিন আকতার, রুনা বেগম, শিল্পী রায় ও হিমেল রায়কে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেলাল হোসেন পৃথক পৃথক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
– See more at: http://www.thereport24.com/article/61044/index.html#sthash.TeXpsoeN.dpuf