
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥
সোমবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষান বাজারস্থ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে এবং লিওনার্ড চেশিয়ার ডিজএ্যাবিলিটি বাংলাদেশ (এলসিডিবি) ঢাকার একটি টিম প্রতিবন্ধী ও হত-দরিদ্র ব্যক্তিদের জীবিকায়ন কর্মসূচী পরিদর্শন করেন।
এমআরএমবি স্কিলফুল সুইজ ফাউনেড্শন ফর টেকনিক্যাল কো অপারেশন এর কো-অর্ডিনেটর ইমরান উদ্দীন, বি-স্কুলফুল কমিউনিকেশন অফিসার মুর্শ্রাাত মাহেরা প্রতিবন্ধী উন্নয়ন কর্মসূচী, প্রতিবন্ধী ব্যক্তির জীবিকায়ন প্রকল্প, সরকারি বেসরকারি সুযোগ সুবিধা স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত সেবায় প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশাধীকার নিশ্চিত করণ ও সুশাসন উন্নয়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক, পথসভা, নাটক, গ্রামীণ সঙ্গীত, গ্র“প মিটিং ও র্যাম্প পরিদর্শন করেন। এসময় সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় ও এলসিডিবি’র ইনচার্জ, যশোর এন্ড্র অভিজিৎ দাশ ও এলসিডিবির উন্নয়ন কর্মী মোঃ সেলিম হোসেন।