
স্টাফ রিপোর্টার : সমাজ সেবা কার্যালয় দিনাজপুর এর উপ-পরিচালক মিঃ ষ্টেফেন মুর্ম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করণের লক্ষে জেলায় ৩৭ হাজার প্রতিবন্ধীকে জরিপের আওতায় আনা হয়েছে। আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব। প্রতিবন্ধীদের শিক্ষিত করা ছাড়া উন্নয়নের বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার কিষান বাজারস্থ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেনের অর্থায়নে পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় ‘‘টেকসই উন্নয়নঃ প্রযুক্তি প্রসারণ’’ শীর্ষক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ এর চীফ কনসালটেন্ড বেগম মেহেরুন নেছা ছবি, প্রোগ্রাম কো অর্ডিনেটর আব্দুল হামিদ, কোতয়ালী থানার এএসআই মোঃ নুরুজ্জামান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, সিডিএ’র রিসোর্স অনামিকা পান্ডে, জাইকা-জাপান এর প্রতিনিধি আয়ুমি কাওয়ানো ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি অংশগ্রহণের পক্ষে প্রজেক্ট অফিসার মিঃ রতন দাশ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং প্রতিবন্ধী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক উদয় চন্দ্র রায়, ইউপি সসদ্যা দিপ্তি রানী রায়। স্বাগত বক্তব্য রাখেন সিডিসি’র পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়।