শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহ-সভাপতি (২) ও দিশারী প্রতিবন্ধী সংস্থা’র সভাপতি মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এবং কাম টু সেভ (সিটিএস), দিনাজপুর এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশনের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহ-সভাপতি (১) ষ্টিফেন মুর্মু।

উক্ত ওরিয়েন্টেশনে মোট ৩৬টি সংস্থা অংশ গ্রহন করে এবং ওরিয়েন্টেশন বিষয়ে আলোচনা করেন দিনাজপুর ব­াস্ট এর সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মনিরা।

ওরিয়েন্টেশনটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশের সাধারন সম্পাদক ও মমতা পল­ী উন্নয়নের নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী।