রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রথম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জিন্নাত হোসেন : দিনাজপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান এর স্মরণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রথম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

১৪ নভেম্বর শুক্রবার দিনাজপুর বড় ময়দানে দিনাজপুর শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান এর স্মরণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে প্রথম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মরহুম আব্দুল মান্নানের সহ ধর্মীনি বেবী মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম।

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব এর সভাপতিত্বে প্রথম আব্দুল মান্নান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মিতালী সংঘ। ২-০ গোলে মোহামডান স্পোর্টিং ক্লাব মিতালী সংঘকে পরাজিত করে।

 

Spread the love