বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কোন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি না পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে হতাশা। উদ্বীগ্ন অভিাভবকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যোগ্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।

 

শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা স্কুল,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট ফিলিপস্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা সংবাদ সম্মেলন করে বলেছেন তাদেও সমত্মানেরা লেখাপড়ায় অত্যান্ত ভালো,তাদেও মতে অনেকেই বৃত্তি পাওয়ার মত নম্বর পেয়েছে অথচ কেউই বৃত্তি পেলোনা যে কারনে তারা ফলাফল মেনে নিতে পারছেন না।

 

লিখিত বক্তব্য অভিভাবক অঞ্জলী রানী রায় বলেন,গত ১৬ মার্চ আমরা একটি পত্রিকার সংবাদ পড়ে জানতে পারি যোগ্য শিক্ষার্থী না থাকায় ৫১৯টি পদ শুন্য রাখা হয়েছে। আমরা পত্রিকার ভাষায যোগ্য শিক্ষার্থী নেই দিনাজপুরের স্কুলে এমন কথা মানতে চাই না।

 

আমরা আমাদের সন্তানদের লেখপড়ায় বিশ্বাস রাখি তারা প্রত্যেকেই শতকরা ৯০‘র উর্ধ্বে নম্বর পেয়েছে। আমাদের প্রশ্ন কত নম্বর পেলে সমত্মানেরা বৃত্তি পাবে। তিনি বলেন,বৃত্তি’র ফলাফলে শিক্ষার্থীরা হতাশ হয়েছে,এখন বাড়িতে কিংবা ক্লাসে তারা লেখাপড়ায় মনোযোগী হতে পারছেনা আমরা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। দিনাজপুরের প্রতিষ্ঠিত স্কুল গুলোতে বৃত্তি পাওয়ার মত শিক্ষার্থী নেই এমন কথা কেউ মেনে নিতে পারছেনা।

 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অভিাবকরা প্রধানমন্ত্রী বরাবরে ৩ দফা দাবী জানিয়ে লিখেছেন যোগ্য মেধাবী শিক্ষার্থীদের মেধার মুল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহিত করা হউক,শতকরা ৯০ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝ হতে বৃত্তি প্রদান করা ও পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও’র মত দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে মুল্যায়নের দাবী করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অভিভাবক আতিয়া নাহিদ রাববী,লতিকা রানী রায়,রেবেকা প্রমুখ।