মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রমিলা হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, খেলোয়াড়দের ভালো করতে হলে অনুশীলনের প্রয়োজন রয়েছে। শুধু খেলাধূলা নয় মেয়েদের সর্বক্ষেত্রে এগিয়ে থাকতে হবে। ভালো খেলোয়াড় হয়ে জেলার নাম উজ্জল করতে হবে। দিনাজপুরে মহিলারা খেলেধুলায় যে ঐতিহ্য রেখে এসেছি তা তোমাদের ধরে রাখতে হবে।

গতকাল বুধবার বড় ময়দানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রমিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৫ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা মহিলা ক্রীড়া সংস্থা দিনাজপুর এর সভাপতি জিনাত আরা চৌধুরী মিলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাইমা ইসলাম কলি, মনোয়ারা সানু। চূড়ান্ত খেলায় অংশ নেয় দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় প্রমিলা দল বনাম প্রমিলা একাডেমী দল। ৫-৬ গোলে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) চ্যাম্পিয়ন হয় এবং প্রমিলা একাডেমি হ্যান্ডবল দল রানার্স আপ হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন। খেলায় রেফারী ছিলেন মোতাহারুল আহম্মেদ ও মাজেদুর রহমান। ধারাভাষ্য ছিলেন মোঃ রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার রাইমা খানম।