মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ২৬৩৭ জন

মাহবুবুল হক খান, দিনাজপ্রর প্রতিনিধি : দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দ্বিতীয় দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৬৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান জানান, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষায় ২৬৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে প্রাথমিকে ১৮৭৩ ও ইবতেদায়ীতে ৭৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উলেস্নখ্য, ২০১৪ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দিনাজপুর জেলার ১৩ উপজেলা হতে ৬৩ হাজার ৯১৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৮ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৪৩ জন। জেলার ১৩টি উপজেলায় ১২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Spread the love