সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থী ২৮১১০ জন

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ২৮ হাজার ১১০ প্রার্থী অংশগ্রহণ করবে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা হতে ১১ টা ২০ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার জানান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট পদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪ শুক্রবার সকাল ১০টা হতে ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলার ১৩ উপজেলা হতে ২৮ হাজার ১১০ জন চাকুরী প্রার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। দিনাজপুর জেলা শহরসহ বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার ৩৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে দিনাজপুর জেলা শহরে ২৯টি কেন্দ্র, বিরামপুর উপজেলায় ৫টি ও ফুলবাড়ী উপজেলায় ৫টি কেন্দ্র।

দিনাজপুর জেলা শহরের কেন্দ্রগুলো হলো-দিনাজপুর সরকারী কলেজ কেন্দ্র, দিনাজপুর সরকারী মহিলা কলেজ কেন্দ্র, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জিলা স্কুল, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কেবিএম কলেজ, সংগীত কলেজ, সেন্ট ফিলিপস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, আদর্শ কলেজ, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট, নোভারা জুনিয়র উচ্চ বিদ্যালয় (সুইহারী মিশন), কলেক্টরেট স্কুল এন্ড কলেজ, পিটিআই, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সারদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, নুরজাহান কামিল মাদ্রাসা, ঈদগা বালিকা উচ্চ বিদ্যালয়, জুবলী উচ্চ বিদ্যালয়, ইকবাল হাই স্কুল, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মিউনিসিপাল হাই স্কুল (বাংলা স্কুল), চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, রাজবাটি বধির ইনস্টিটিউট, আল-আমিন ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, পুলহাট টেক্সটাইল ইনস্টিটিউট, বিরামপুরের ৫টি কেন্দ্র হলো-বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর ডিগ্রী কলেজ, বিরামপুর সরকারী উচ্চ বিদ্যালয়, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, বিরামপুর মহিলা কলেজ, ফুলবাড়ীর ৫টি কেন্দ্র হলো-ফুলবাড়ী সরকারী কলেজ, সুজাপুর উচ্চ বিদ্যালয়, জিএম উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী মহিলা কলেজ ও ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার।