মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষার মান্নোনয়নসহ শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে ১৮ আগষ্ট দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকে‘র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি মো. সফিকুল হক ছুটু’র সভাপতিত্বে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় সনাক কার্যক্রমের আওতাভুক্ত বিদ্যালয়ে শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
সনাক রড়ইল ও পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে এসএমসিকে কার্যকর করা, শিক্ষকের স্বল্পতা দুরীকরাসহ বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, উপবৃত্তির তালিকা তৈরি ও বিতরনে স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার, সনাকে’র কার্যক্রমকে তাদের সহযোগী মনে করে উপজেলা শিক্ষা শিক্ষা অফিসারকে নিখুঁতভাবে বিদ্যালয়ের কায়ক্রম পর্যবেক্ষনের নির্দেশ প্রদান করেন। সেই সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রতিনিয়ত বিদ্যালয় পর্যবেক্ষণে কাজ করার নির্দেশ দেয়া হয়। পূর্বের সভার আলোচনায় সনাকে‘র পক্ষ থেকে পূর্বরাম নগর ও বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল্ক চালুর বিষয়ে জেলা শিক্ষা অফিসার তাগিদ করেন। উভয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সনাকে‘র কাজের ফলে বিদ্যালয়ে অনেক পরিবর্তন সাধিত হচ্ছে বলে সভাকে অবহিত করেন। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জানান সনাকে‘র পূর্বের প্রস্তাবের প্রেক্ষিতে বর্তমানে বিদ্যালয়ে শিক্ষকের চাহিদা পুরুন হয়েছে। সেই সাথে রড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ এর সমস্যার বিষয়ে আলোচনা হয়।
সর্বপরি তথ্য অধিকার আইন অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য কর্মকর্তা নিদিষ্টকরণ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ জানালে তিনি জানান এখন থেকে জেলা মনিটরিং অফিসারই এই দায়িত্ব পালন করবেন।
আলোচনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)সমেস চন্দ্র মজুমদার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান, উপজেলা শিক্ষা শিক্ষা অফিসার ক. খ. মোঃ আলাওল হাদী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: আশরাফুল করিম, মোস্তারিরা বেগম, মোঃ রবিউল আলম ও প্রফুল্ল কুমার বর্ম্মন, সনাক সদস্য তারিকুজ্জামান তারেক,অধ্যক্ষ বিধান চন্দ্র হালদার, আজাদী হাই, মোঃ মোজাফ্ফর আলী মিলন ও লাইলা চৌধুরী এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সক্রিয় অংশগ্রহণ করেন।