
জিন্নাত হোসেন দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আমেরিক প্রবাসী মোঃ হেবাবুর রহমান ও তার ভাই পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান এর সহযোগিতায় প্রাথমিক সমাপনী পরীায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন।
পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এ্যাডঃ এম আব্দুর রহিম এর ২ কন্যা যথাক্রমে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাঃ নাদিরা সুলতানা এবং ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ নাসিমা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার, পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক মোঃ মাতলুবুল মামনু প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক এ.টি.এম তোফায়েল হোসেন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পাঁচকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।