সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অবহিতকরন সভা অনুষ্ঠিত

RDRS Dcদিনাজপুর প্রতিনিধি : আদিবাসীসহ প্রায় সাড়ে ৩ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দিনাজপুরের ৪টি উপজেলায় এক কর্মসূচী শুরু করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআর এস বাংলাদেশ। এই কর্মসূচীর নাম দেয়া হয়েছে মর্যাদাপূর্ণ স্থায়িত্বশীল আর্থ সামাজিক উন্নয়ন-সীডস কর্মসূচী।

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় এ বিষয়ে এক অবহিতকরন অনুষ্ঠিত হয়।

আরডিআরএস-এর কর্মসূচী ব্যবস্থাপক তপন কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরে জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীন, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক ও দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধি সনজিদ লিও গমেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন, আদিবাসী সমাজ উন্নয়নের সাধারন সম্পাদক রম্নবেন মরমুসহ আদিবাসী ও বিভিন্ন এনজিও’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন আরডিআরএস-এর প্রকল্প সমন্বয়কারী তামীম আহমেদ।

অনুষ্ঠানে সরকারী ও বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, আদিবাসী নেতা, প্রামিত্মক জনগোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এই প্রকল্পের অধীনে চলতি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যমত্ম দিনাজপুরের বীরগঞ্জ, বিরল, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলার ৪টি করে মোট ১৬ ইউনিয়নের আদিবাসীসহ প্রামিত্মক জনগোষ্ঠীর শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনে কাজ করা হবে। ##

 

 

Spread the love