মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে প্রয়াতমন্ত্রী খুরশিদ জাহান হক’র দশম মৃত্যুবার্ষিকী পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে প্রয়াতমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন মরহুমা খুরশিদ জাহান হক’র (চকলেট আপা) দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমার বড় ছেলে শাহরিয়ার আখতার হক ডন’র আহবানে যুবনেতা আমিনুল ইসলাম মুন্না, মাহফুজ আহম্মেদ, ছাত্র নেতা মহিউদ্দিন মন্ডল বকুল, মাসুম খান, আব্দুস সামাদ, মো. মজিবর রহমানের তত্বাবধানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার বাদ আসর জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু।

Cholet Apa 2অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, মো. খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গলিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকাররম হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. এমাম আলী, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. রেহাতুল ইসলাম খোকা, পৌর মহিলাদলের আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিদ্দারাতুল ইসলাম বাবু, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, স্বেচ্ছাবেক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহম্মেদ কচি, যুবনেতা কাজী আশরাফুজ্জামান বাবু, এস এম খালেদ, সাজ্জাদুর রহমান এটম, মোস্তফা কামাল দুল, শাহজাহান, আলী আকবর, সাইদুর,  সেলিম, বেলাল, লিটন, বাপ্পি, জাহিদ, কাদের, মাসুদ, ছাত্রদল নেতা মাসুম খান, রুবেল হোসেন, শাহিন, ফয়সাল, রাজিব, রিসান, রাজিব, মানিক, বাবু, সাইফুল, ভুুট্টু, রবি, পিয়াস, সোহেল, লিটনসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, জাসাসসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদল নেতা মহিউদ্দিন মন্ডল বকুল।Choklet Apa 1

আলোচনা শেষে মরহুমা খুরশিদ জাহান হক’র রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এর আগে বিকেল ৪টায় দলীয় নেতাকর্মীরা ফরিদপুরস্থ মরহুমার কবর জিয়ারত করেন। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় মরহুমার বড় ছেলে শাহরিয়ার আখতার হক ডন বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলকে ধন্যবাদ জানান।

Spread the love