
শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে ফসলের মাঠে লাইভ পার্চিং এর ব্যবহার বাড়ছে। এই লাইভ পার্চিং ব্যবহারের ফলে ক্ষেতে ক্ষতিকারক পোকা-বালাই দমনের পাশাপাশি মাটি’র নাইট্রোজেন ঘাটতি পূরণ হচ্ছে। এতে ফসলে কীটনাশক স্প্রে’র বাড়তি খরচের প্রভাব যেমন পড়ছে না, তেমনি অন্যদিকে বাড়ছে ফসলের উৎপাদন। এ কারণে এ অঞ্চলে লাইভ পার্চিং কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আগের বছর গুলোতে উপকার পাওয়ায় এবারও দিনাজপুরের বিরল উপজেলার ধুলাতৈইর এলাকার কৃষক মতিউর রহমান তার ফসলের ক্ষেতে ব্যাপক হারে ব্যবহার বাড়িয়েছে লাইভ পার্চিং এর। এতে তার যেমন কীট নাশকের অপচয় কমছে,তেমনি বাড়ছে ফসলের উৎপাদন।শুধু কৃষক মতিউর রহমান নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন ব্যবহার করছে লাইভ পার্চিং।
দিনাজপুরে এবার প্রায় ২ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
আর বিসত্মৃর্ণ এলাকার ফসলের মাঠ জুড়ে এখন শুধুই চোখে পড়ছে এই লাইভ পার্চিং। আফ্রিকান জাতের এই ধনচে গাছ ফসলের ক্ষেতে রোপণ করেছে কৃষক।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন,ফসলের মাঠে এই গাছ লাগানোর ফলে পাখি এসে বসছে তাতে। অভাণ্যে এই গাছে বসে পাখি ধরছে ক্ষেতের পোকা। তা আহারের মাধ্যমে ক্ষেতের ক্ষতিকারক পোকা দমনে সহায়তা করছে পাখি। এতে শুধু ক্ষতিকারক পোকা দমনেই চচ্ছে না, মাটি এ গাছের মাধ্যমে পূরণ করছে ঘাটতি নাইট্রোজেন।
এই লাইভ পার্চিং এর ব্যবহারের ফলে ফসল কাটার পর কৃষক পাচ্ছে,বাড়তি জ্বালানী খড়ি। সেই সাথে বাড়ছে, ফসলের উৎপাদন। লাইফ পার্চিং এর ব্যবহার বাড়াতে ও কৃষকদের উদ্ভুদ্ধ করতে কাজ করছে,কৃষি বিভাগসহ বিএডিসি।
দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে লাইফ পারচিং এর ব্যবহার বাড়ছে। এতে যেমন কীটনাশকের অপচয় কমছে,তেমনি বাড়ছে ফসল উৎপাদন। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকলে এ অঞ্চলে লাইফ পারচিং এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন,কৃষিবিদরা।