
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফারইষ্টের ব্যবসায় উন্নয়ন ও সংবর্ধনা সভা-২০১৫ সোমবার (২৩ মার্চ) দুপুরে কোম্পানীর চারুবাবুর মোড়স্থ জোনাল অফিস এন্ড সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দিনাজপুর জোনাল অফিস ইনচার্জ মো. সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশনের সদ্য যোগদানকারী ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সার্ভিস সেন্টারের নতুন ইনচার্জ কোম্পানীর ভিপি আলহাজ্ব মো. আলা উদ্দিন। ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর মো. আব্দুল হাফেজ’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর মাওলানা. মো. মোবারক আলী, মো. সাইদুর রহমান, মো. নবীউল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. ইয়াকুব আলী, আবু সাঈদ, মো. আবু হানিফ, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলাম, মো. জহুরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি আবু আহমেদ রানা বলেন, কোম্পানীর প্রতিটি কর্মকর্তাকে কঠোর পরিশ্রম, আমানতদারী, সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কোন অবস্থাতেই অন্যায় পথে যাওযা যাবে না। প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বীমার সুফল সর্বস্তরের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। গ্রাহকসেবা নিশ্চিত করতে কোম্পানীর কর্মচারী-কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশনের সদ্য যোগদানকারী নতুন ইনচার্জ আলহাজ্ব আবু আহমেদ রানাকে ও বিশেষ অতিথি সদ্য যোগদানকারী দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ আলহাজ্ব মো. আলা উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান যথাক্রমে দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মো. সাহেব আলী ও ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে কোম্পানীর দিনাজপুর জোনের অধীন সকল ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর, ব্র্যাঞ্চ ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।