শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফারইষ্টের ব্যবসায় উন্নয়ন সভা ও ইফতার মাহফিল

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র ব্যবসায় উন্নয়ন সভা ও ইফতার মাহফিল বুধবার (২২ জুন) দুপুরে কোম্পানীর চারুবাবুর মোড়স্থ সার্ভিস সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কোম্পানীর ভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ আলহাজ্ব আবু আহমদ রানা, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাইতুল হিকমাহ মাদরাসার অধ্যক্ষ মাওঃ মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ হাফেজ মো. রমজান আলী। কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. আব্দুল হাফেজ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর জেভিপি ও সেতাবগঞ্জ জোন ইনচার্জ মো. ইসমাঈল হোসেন, ঠাকুরগাঁও জোন ইনচার্জ মো. আব্দুল রশিদ, কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. সাইদুর রহমান, মো. ইয়াকুব আলী, মো. নবীউল ইসলাম, মো. আবু হানিফ, মো. মোয়াজ্জেম হোসেন খান প্রমূখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পার্বতীপুর সাংগঠনিক অফিস ইনচার্জ কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাওঃ মো. মতিউর রহমান। অনুষ্ঠানে কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।