শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ফিতরা এবার ৫৫টাকা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফিতরা নির্ধারন করা হয়েছে ৫৫টাকা। গত ১০ জুলাই ইমাম-ওলামা কল্যাণ সমবায় সমিতির আলোচনা সভায় স্থানীয় বাজার যাচাই-বাছাই এরপর নিম্নোক্ত দ্রব্যের মুল্য অনুযায়ী ফিতরা নির্দ্ধারন করা হয়েছে।

*আটা ১কেজী ৬৫০ গ্রাম এর মূল্য=৫৫টাকা। * খেজুর ৩ কেজী ৩০০গ্রাম এর মূল্য=৬৬০ টাকা। * কিসমিস ৩ কেজী ৩০০ গ্রাম এর মূল্য=১৩০০ টাকা।

ইমাম-ওলামা কল্যাণ সমবায় সমিতি’র সম্পাদক  আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুলস্নাহ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিছেন।