শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রিল্যান্সার হ্যাকাথন সংবাদ সম্মেলন

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রহমান বলেছেন ফ্রিল্যান্সার হ্যাকাথন মাধ্যমে দিনাজপুরে আইটি’র ক্ষেত্রে বেকার যুবকদের মাঝে নতুন দিগন্তের দ্বার উন্মোচন হবে বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রোগ্রামের মাধ্যমে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল জেলা হিসেবে দিনাজপুর জেলা একটি মডেল জেলা হিসেবে পরিচিত লাভ করবে। এ ব্যাপারে দিনাজপুরের মিডিয়াকে এগিয়ে আসতে হবে।

গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত এবং রাফু সফট্ এর কারিগরি সহায়তায় দিনাজপুর সদর উপজেলায় আগামী ১৯ এপ্রিল – ১৫ এক মাস ব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রিল্যান্সার হ্যাকাথন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। তারই প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। এ প্রোগ্রামের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, স্বচ্ছলতা ও আত্মনির্ভরশীল হিসেবে মানব সম্পদে রূপান্তরিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাফু সফটের সিইও, সেক্রেটারী এক্সপার্ট, কোবরা অনলাইন, সেক্রেটারী এটিডি এবং এটুআই কর্তৃক পুরস্কার প্রাপ্ত রাফায়েত হোসেন রাফু, আইসিটি টেকনিক্যাল সাংগঠনিক সম্পাদক সবুজ, থিওটোনিয়াস, দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশনের উপদেষ্টা মুকিদ হায়দার শিপন, রাফু সফটের হাসান, মারুফ ও জয়দেব। dinajpursadar.dinajpur.gov.bd ও training.rafusoft.com এই অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ এপ্রিল ’১৫ সকাল ৮টা পর্যন্ত। এ ব্যাপারে ০১৭৩৯১২২৫৫০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।