
আব্দুর রাজ্জাক : ঐতিহাসিক ৭ মার্চ উপলে দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে।
গতকাল শনিবার দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি শাহ্ ইয়াজদান মার্শাল, রায়হান কবির সোহাগ, এ্যাড. মনজুর আহমেদ রুবেল, আশিষ কুমার ব্যানার্জী বাপি, সাধারণ সম্পাদক এস এম খালেক্জ্জুামান রাজু, অনুপ কুমার দেব, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এস এম শামিম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ্, এনাম উল্লাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাশিম, সহ দপ্তর সম্পাদক মো. নাজমুল আলম, প্রচার সম্পাদক মাসুদ রানা, শিা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হক কোরাইশী দুলাল, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক হাসিনা আক্তার ্িশউলী, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি মো. এমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, দিনাজপুর সরকারি কলেজর অধ্য আবুবক্কর সিদ্দিকী, মেলার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল, সহ সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন, শহর যুবলীগের আহবায়ক আশরাফুল আলম রমজান, যুগ্ম আহবায়ক হাজী পলাশ, সিরাজুস সালেকিন রানা, মিজু সরকার, সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ্ মো. রেজওয়ান উর রহমান পলাশ প্রমুখ। এছাড়াও ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মী পৃথকভাবে হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।