
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা কোমলমতি শিশুদের মস্তিস্ক বিকাশের অন্যতম শিক্ষা উপকরণ। তাই বর্তমান আওয়ামী সরকার বিষয়টি চিন্তা রেখে বঙ্গবন্ধুর আদর্শকে তাদের মাঝে তুলে ধরতেই সারাদেশব্যাপী এই টুর্ণামেন্ট’র আয়োজন করেছে। তিনি বক্তব্য শেষে সদরের উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট২০১৪ এর উদ্বোধন ঘোষনা করেন।
গতকাল ২২ জুন রবিবার দিনাজপুর সদরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব আন্তঃ প্রা. বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল করিম, উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সেলিম আখতার চৌধুরী, প্রধান শিক্ষক খোন্দকার ফারহানা আফরোজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ সদরের উপজেলা ও পৌরসভা পর্যায়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। উক্ত টুর্নামেন্টে দিনাজপুর সদর উপজেলার ১০টি ও পৌরসভার ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।