মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে শেখ রাসেল’র জন্মদিন উদযাপন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা। ১৮ অক্টোবর রবিবার সকাল ১১টায় শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি হলরুমে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বাবলু। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে শেখ রাসেলের জন্মদিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সহ-সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল, জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোবারক হোসেন গিটার, আবুল কালাম, প্রদীপ ঘোষ, ফারজানা শারমিন রিনা, এফপিএবি’র সভাপতি এ্যাড. নিলুফার রহিম, সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বাদলসহ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিশু-কিশোরবৃন্দ। এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর এই পুত্র শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।