
মোঃ ইউসুফ আলী ॥ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিানের আয়োজন করা হয়। ২৪ জুন শুক্রবার বিকেলে শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ। অন্যান্যর মধ্যে অংশ নেন জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, হাবিপ্রবির কৃষি ও রসায়ণ বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সবুর, কর্মকর্তা, সদস্যবৃন্দ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশু কিশোরবৃন্দ প্রমুখ। ইফতারের পূর্বে সংগঠনের, দেশ ও জাতির সুখ শান্তির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।