
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
শেখ রাসেল’র জন্মদিন উদযাপন উপলক্ষে দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার র্যালী, কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার সকালে শহরের রাজবাঢীস্থ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শিশু র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মেলার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক ও মেলার ঢাকা মহানগরস্থ সিনিয়র সহ সভাপতি ডা. মানবেন্দ্র রায় মানব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের উপদেষ্টা মিহির ঘোষ ও ছাত্রলীগের সাবেক নেতা এস এম মোশাররফ পান্না। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার জেলা শাখার প্রদীপ ঘোষ, মাজেদুর রহমান, কালাম, জয়ন্ত ঘোষ, রুবেল, দিলিপ প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ শিশু কিশোরদের নিয়ে গানের মাধ্যমে কেক কাটেন।