
আব্দুর রাজ্জাক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর উন নবী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম না হলে বাংলাদেশ হতো না৷ স্বাধীনতা পেতাম না, হতো না বিজয়৷ তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছে মার্চ মাসেই আর বঙ্গবন্ধুর জন্মও হয়েছে এ মাসে৷ বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত বর্তমান ভবিষ্যত প্রজন্মদের লালন–পালন করে মেধা বিকাশে উত্সাহ যোগাতে শিশু সংগঠকদের আহবান জানান তিনি৷
২৮ মার্চ শনিবার সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, কবিতা পাঠের আসর, নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল’র সভাপতিত্বে প্রধান আােচকের বক্তবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন–১ এর সাংসদ মোছা. সেলিনা জাহান লিটা বলেন, দেশের উন্নয়ন সাধিত হয় একমাত্র বঙ্গবন্ধুর আদর্শিত সরকারের আমলেই৷ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই পারে দেশকে উন্নতবিশ্বের রূপকার দিতে৷ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শিত শিশুরাই হবে দেশের ভবিষ্যত চালিকাশক্তি৷
এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রানে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, সম্মানিত অতিথি কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আলতাফুজ্জামান মিতা, সাংগঠনিক সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম, মেলার রংপুর শাখার সভাপতি এলাহি ফারুক প্রমুখ৷ বক্তব্যশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷ পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিবৃন্দসহ আগত দর্শকদের মাতিয়ে তোলে৷