মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধ : দিনাজপুরে বন্ধু সংসদের ব্যতিক্রমধর্মী এক ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান রোববার জিলা স্কুল মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জিলা স্কুল থেকে ১৯৮৪ সালে যারা এসএসসি পাশ করেছিলেন তাদের কয়েকজন মিলে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন ব্যাচ ’৮৪ নামে একটি সংগঠন। সেই সংগঠনটিই এখন বন্ধু সংসদ নামে পরিচিতি পেয়েছে এবং শুধু জিলা স্কুল নয়, দিনাজপুরের সব স্কুল-কলেজের ১৯৮৪ সালের এসএসসি ও ১৯৮৬ সালের এইচএসসি শিক্ষার্থীরা সংসদের সদস্য হতে পারছে। ‘যদি বন্ধু হও হাত বাড়াও’ বন্ধু সংসদের এই আহবানে সাড়া দিয়ে জনপ্রতিনিধি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পউদ্যোক্তা, শিল্পী থেকে সাধারণ মুদি দোকানি পর্যন্ত এক কাতারে এসে দাঁড়িয়েছেন। এভাবেই বন্ধু সংসদ গোটা দিনাজপুরে বন্ধুদের একসঙ্গে চলার ব্যতিক্রমধর্মী উদাহরণ প্রতিষ্ঠা করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধু সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানুজ্জামান, সংসদের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বর্তমান সভাপতি মামুন হাসান চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুরশেদুল ইসলাম, জার্জিস আনম, বেলাল সিকদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুসত্মাফিজুর রহমান রুপম।
অনুষ্ঠানে বন্ধুদের সত্মানদের মধ্যে যারা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসিতে জিপিএ-৫ পায় তাদের সবাইকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বন্ধুদের মধ্যে যাদের কিছুটা আর্থিক অসচ্ছলতা আছে তাদের সমত্মানদেরও শিক্ষা সহায়ক বৃত্তি প্রদান করা হয়।
শীত কালে দিনাজপুরে শীতের তীব্রতা থাকে অনেক। বন্ধু সংসদ তখন দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করে শীত বস্ত্র ও কম্বল। গত কয়েক বছর ধরে বন্ধু সংসদের কয়েকজন বন্ধু মিলে কয়েক’শ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় হয়েছে।
বন্ধু সংসদের সহযোগিতা নিয়ে ২০১২ তাদেরই এক বন্ধু শাকিব রানা প্রতিষ্ঠা করেছেন ছোটদের ছবি আঁকা শেখার একটি প্রতিষ্ঠান, যার নাম ড্রইং স্কুল। বর্তমানে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ২৪০। ড্রইং স্কুলের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু করা হয়েছে আরেকটি প্রকল্প, নাম কালার চাইল্ড, যেখানে ওই শিশুদের শেখানো হয় ছবি আঁকা, কবিতা আবৃত্তি। দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা ও ছবির প্রয়োজনীয় উপকরণ।