মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বন্যা/শৈত্য প্রবাহ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী ॥ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বন্যা/শৈত্য প্রবাহ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন’র প্রাণবন্ত উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, চেম্বারের সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নুর হাসান, জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, দিনাজপুর স্কাউটের সহকারী কমিশনার’র পক্ষে মোঃ আকরাম হোসেন বাবলু, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল মোঃ রাহিনুর ইসলাম প্রমুখ।

Spread the love