বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বর্ডার গার্ড কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য ধ্বংস

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ২ ব্যাটালিয়ন কতৃক বিপুল পরিমাণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় দিনাজপুর কুঠিবাড়ী বিজিবি হেড কোয়াটার এমটি গ্যারেজ সংলগ্ন মাঠে ২বর্ডার গার্ড ব্যাটালিয়ন কতৃক বিপুল পরিমাণে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

dhongso bgb. 1উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল হা হেন মং। এসময় উপস্থিত ছিলেন ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক, সহকারী বন সংরন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ ২বর্ডার গার্ড ব্যাটালিয়ন দিনাজপুরের বিজিবি সদস্যরা জেলার সীমান্ত এলাকায় গত ২০১৩ইং সালের ১৬মে হতে ২০১৫সালের ২৪ ফেব্র“য়ারী পর্যন্ত মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৩,১৯২ বোতল ফেন্সিডিল, ৩৩লিটার চোলাই মদ, ১২৬৬ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২কেজি ৮৬০গ্রাম গাঁজা, ৬৯ বোতল ভারতীয় বোতলজাত মদ, ৬০ গ্রাম পরিমাণ তামাকপাতা মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করে।

bgp ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য ৫৫ ল ৯০ হাজার ৩২০টাকা।