শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবের উদ্বোধন

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার \ ‘‘শৃঙ্খলার জন্য ক্রিকেট’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার দিনাজপুর বড় ময়দানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব-২০১৬ এর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় বড় ময়দান হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীটির নেতৃত্ব দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার। র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য অরুন সরকার, সৈয়দ আজাদুর রহমান বিপু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মোঃ আবু সামাদ মিঠু, দিনাজপুর জিলা স্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ মতাহার উল আলম, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুল ইসলাম রাঙ্গা, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম। উলে­খ্য অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব-২০১৬তে অংশগ্রহণ করলে দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর পৌর উচ্চ ব্যিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয় ও মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ক্রিকেটাররা।