দিনাজপুর প্রতিনিধি ‘বস্নুরে থ্রিডি এনিমেশন’। যা এই প্রথম এশিয়া মহাদেশে তৈরীর দাবী নিয়ে মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোঃ মোকারম হোসেন রনি এক লিখিত বক্তব্যে উপুরোক্ত কথা বলেন।
তিনি বলেন, আমি এখানে এসেছি এমন একটি দরজা খোলার জন্য, যা এখনো বন্ধ রয়েছে। এই দরজা অতিক্রম করলে আমরা প্রবেশ করব নতুন জগতে, এগিয়ে যাব প্রতিযোগিতায় বিশ্বের সকল দেশের সামনে। বিজ্ঞান প্রযুক্তিতে পশ্চিমা বিশ্ব সবর্দা প্রথম সারিটি রেখেছে তাদের দখলে। বিশেষ করে কম্পিউটার এনিমেশন এর ক্ষেত্রে। পশ্চিমা বিশ্ব তৈরী করেছে এনিমেশন 3D আর আমরা অর্থাৎ এশিয়ার প্রত্যেকটি দেশ এখনও ধরে আছি স্বল্প দৈঘ্য 2D। তাই প্রথম শ্রেণীর সদস্য হওয়ার দরজা খুলতে শুধু 3D এনিমেশন নয় আমরা তৈরী করতে যাচ্ছি ‘বস্নুরে থ্রিডি এনিমেশন’। যা এই প্রথম এশিয়া মহাদেশে তৈরী হতে যাচ্ছে। এবং ‘বস্নুরে থ্রিডি এনিমেশন’ তৈরীর মধ্য দিয়ে ঘোষণা করছি এই কোম্পানীর নাম ‘থান্ডার সোর্ড বস্নুরে থ্রিডি এনিমেশন কোম্পানী’। আজ আমি আপনাদের মাধ্যমে এশিয়া মহাদেশে এই প্রথম ‘থান্ডার সোর্ড বস্নুরে থ্রিডি এনিমেশন কোম্পানী’র কার্যক্রম উদ্ভোধন ঘোষণা করছি। আশা করি আগামী ফেব্রম্নয়ারী, ভাষা আন্দোলনের মাসে, রক্তাক্ত একুশের ‘বস্নুরে থ্রিডি এনিমেশন’ প্রকাশ বাবে। আর এর মধ্যদিয়েই বাংলাদেশ এনিমেশন তৈরীতে প্রথম সারিটি দখল করে নেবে।
শাহ্ মোঃ মোকারম হোসেন রনি UNIVERSITY OF LONDIN ( International Academy UK) এর Student of Computing and Information System .
এসময় সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে তার পিতা-মাতা উপস্থিত ছিলেন।