রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম

বেলাল উদ্দিন, দিনাজপুরঃ বাংলাদেশের ১৩৫.০০ মিটার দৈর্ঘ্যের সবচেয়ে বৃহত্তম রাবার ড্যামটির নির্মন কাজ ২০১১ইং সালের নভেম্বর মাসে শুরু করে ২০১৪ইং সালের জুন মাসে সমাপ্ত করা হয়। যা তৈরী করা হয়েছে দিনাজপুর জেলার সদর উপজেলার মোহনপুর ব্রীজের নিকট আত্রাই নদীর উপর। এটির দৈর্ঘ্য ১৩৫.০০ মিটার। রাবার ব্যাগের উচ্চতা সাড়ে ৪ মিচার। এবং রাবার ব্যাগের পুরুত্ব ১২ মিলিমিটার। রাবার ড্যামটি তৈরী করতে খরচ হয় ১৩ কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৫ শ ৪৪ টাকা। এই রাবার ড্যামটি নির্মান হওয়ার ফলে ৬১ টি গ্রামের ১ হাজার হেক্টোর জমিতে চাষ-আবাদের নতুন দিগন্ত উন্মচিত হয়। এই এলাকায় প্রায় ৫শ হেক্টোর জমিতে পাম্প মেশিন ছাড়াই সেচের পানি সরবরাহ করা হয়। এতে বার্ষিক ২ হাজার টনের বেশী উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও মাছ চাষ বৃদ্ধি পাবে।