
দিনাজপুর প্রতিনিধি: ‘‘দ্বিদলীয় মেরুকরনের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলুন’’ এই শোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গতকাল বৃহস্পতিবার ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকার এক বর্ণাঢ্য র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মর্ডাণ মোড়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক এ্যাড. মেহেরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল। উক্ত সমাবেশে বক্তারা বলেন যে, দেশ আজ নানা সমস্যা ও সংকটে নিমজ্জিত। যত দিন যাচ্ছে সমস্যা ও সংকট আরো গভীর হচ্ছে। দ্রব্য মুল্য বৃদ্ধি থেকে শুরু করে গ্যাস, বিদ্যুতের মুল্য বৃদ্ধি, শ্রমজীবী মানষের ন্যায্য মজুরী প্রাপ্তিতে অনিশ্চয়তা, কৃষকের ফসলের লাভজনক মুল্য নাই, কৃষি উপকরণের মুল্য বৃদ্ধি, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, গুম খুন, বিচার বহির্ভুত হত্যা, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি জন জীবনকে বির্পযস্ত করে তুলেছে। অপর দিকে জন জীবনের এই সংকটকে পুজি করে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সুকৌশলে ধর্মপ্রাণ মানুষের সরল ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে রাজনীতির নামে সন্ত্রাস, জালাও পোড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও ঘরবাড়ী পুড়িয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। দেশের রাজনীতিতে বিদেশী শক্তি হস্তক্ষেপ সমস্যা সংকটকে আরো জটিল করে তুলেছে। বক্তারা আরো বলেন যে, দেশে সংকট উত্তরণে চাই একটি বাম গণতান্ত্রিক শক্তির উত্থান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই আহবান আসুন কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনের শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়নের লড়াইকে জোরদার করে তুলি।