বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

এফ. রহমান বাবু, স্টাফ রিপোর্টার : দিনাজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

ডিসেম্বর মঙ্গলবার ঈদগাহবস্তিস্থলে বিএসডিএ প্রধান কার্যালয়ে বিএসডিএ, জিইউপি, দাবিস, নীড়, পিটিএস, বিভাস, সিটিডাব্লিউ, সেফ বাংলাদেশ, অন্বেষণ, বিএনএসইউএস, ব্রান্ড, এসএসএস, এমপিইউএস, সিপিইউএস, গ্রামীণ আলো, এসইউপিকে, বিবিডিএস, প্রদীপ ও প্রত্যাশা’র আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিএসডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মূর্মু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার। এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, বিভাস পরিচালক সুফিয়া নাহার মঞ্জু, পিটিএস এর নির্বাহী পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান।

 

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএসডিএ কার্যালয়ে এসে শেষ হয়। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা তার বক্তব্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী শুভ কামনা করে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠান লগ্ন থেকেই অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়ন বিশেষ করে নারী, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ে প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সেবা সহায়তা কাঠামোর ভিত্তি সুদৃঢ় করে মূল স্রোতে নিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তাদের উন্নয়নের কাজগুলো অব্যাহত থাকে সেই কামনা করেন।

Spread the love