রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও পেনশন সুবিধা প্রদানের দাবীতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার দুপুর ১১টায় দিনাজপুর পৌরসভার নিজস্ব মিলনায়তনে বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর পৌরসভার প্রধান সহকারী ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা কমিটির আহবায়ক মোঃ মজিবুর রহমান বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল হুদা, বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার সচিব হাসানুজ্জামান বসুনিয়া, হিলি হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, নাটোর পৌরসভার মোঃ সহিদুল ইসলাম।

বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট পৌরসভার মোঃ জামশেদ আলী, নাটোর গুরুদাস পুর পৌরসভার মোঃ এমদাদুল হক প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরম্নদ্ধে নয়। আমাদের আন্দোলন নিজেদের দাবী আদায়ের আন্দোলন। এখন সময় এসেছে দাবী আদায়ের। সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে এবং ন্যায়সঙ্গত দাবী আদায়ে সকল ভেদাভেদ ভূলে এক সঙ্গে কাজ করতে হবে।

সম্মেলনে রংপুর বিভাগের ২৯টি পৌরসভাসহ রাজশাহী বিভাগ ও দেশের ১২০টি পৌরসভার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রন করেন। সম্মেলন শেষে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়।

Spread the love