
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় মহিলা সংস্থা দিনাজপুর এর চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন বলেছেন বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে জিও-এনজিওদের সমন্বয় কাজ করতে হবে। আমাদের সমাজে বাল্য বিবাহ একটি ভাইরাস। এই ভাইরাসকে নির্মুল করতে হলে গণ সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার এসইউপিকে কার্যালয়ের হলরুমে এসইউপিকে-প্যান পার্টনারশীপ শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্প আওতায় দিনাজপুর সদর উপজেলার এনজিও এ্যালায়েন্স এবং সুশীল সমাজ সংগঠন সমূহের প্রতিনিধিদের নিয়ে ‘‘বাল্য বিবাহ প্রতিরোধ বাৎসরিক কর্মশালায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রকল্প সমন্ধে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মিরাজ উদ্দিন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন এসইউপিকের টেকনিক্যাল অফিসার শরিফুল ইসলাম শরিফ। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে সুপারিশমালা প্রদান করেন জিন্নাত রহমান, বিলকিস আরা বেগম, নূরুন নাহার, মোঃ ইয়াকুব আলী, আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম বাবুল, মোঃ জিলর রহমান, কানিজ ফাতেমা বেগম, ইঞ্জি: এসআই সফিক, মোঃ আফসার আলী, মোঃ খায়রুল আলম, এমদাদুল হক এমদাদ। সার্বিক তত্বাবধানে ছিলেন শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্পের সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ মমিনুল হক।