মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১

দশরথ রায় বাবুল, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের কাহারোলে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে মোঃ আরিফ (২৭) নামে বাসের হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ২৫বাস যাত্রী।

আরিফ পঞ্চগড় জেলার জালাশীর মোড় এলাকার মোঃ আজিজুল হকের ছেলে।

শনিবার বিকেল ৩টায় কাহারোল উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের সুন্দরপুর ইউনিয়নে ভাতগাঁও সিপি ইন্ডাষ্ট্রিজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন মাষ্টার প্রত্যক্ষদর্শীদের উদৃত্তি দিয়ে জানান, দুপুরে একটি সাদা পতাকাধারী যাত্রীবাহী বাস শ্রাবণ পরিবহন (চট্রগ্রাম মেট্রো-জ-১১-০০৭৫) দিনাজপুর হতে পঞ্চগড় যাচ্ছিল। পথে দিনাজপুর-পঞ্চগড় সড়কের সুন্দরপুর ইউনিয়নে ভাতগাঁও সিপি ইন্ডাষ্ট্রিজ এর সামনে পন্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩২৬) হঠাৎ করে সিপি ইন্ডাষ্ট্রিজ দিকে মোড় নেয়। এসময় যাত্রীবাহী বাসটির সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোঃ আরিফ নামে বাসের এক হেলপার নিহত হয়। এ ঘটনায় বাসের ২৫যাত্রী আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাহারোল থানার এসআই মোঃ এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা বাসের হেলপার নিহত হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে বিভিন্ন হাসপাতালে প্রেরণ কAccident-02রার কারণে তাদের পরিচয় পাওয়া যায়নি।

Spread the love