সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিউটি পারলার ম্যানেজমেন্ট শীর্ষক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী ও সনদপত্র বিতরণ

আব্দুর রাজ্জাক : দিনাজপুরে বিউটিফিকেশন-বিউটি পারলার ম্যানেজমেন্ট শীর্ষক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর রবিবার চেম্বার মিলনায়তনে দিনাজপুর চেম্বার অব কমার্সের আয়োজনে ও এসএমই’র উদ্যোগে বিউটিফিকেশন-বিউটি পারলার ম্যানেজমেন্ট শীর্ষক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মো. মোসাদ্দেক হুসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য শামীম কবির, এসএমই ফাউন্ডেশনের ঢাকার এজিএম সবুজ নন্দী, ট্রেইনার আফরোজা পারভীন। বক্তব্যশেষে গত ২৭ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত ৫দিনব্যাপী উক্ত কর্মশালায় জেলার ৩০জন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন চেম্বারের নেতৃবৃন্দ।