
মোঃ রফিক প্লাবন : জন প্রশাসন মন্ত্রনালয় যুগ্ম সচিবকে মোঃ রমজান আলীকে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে নিয়োগ দেয়ার প্রতিবাদে ‘‘বিএডিসি কৃষিবিদ সমিতি’’ নামে দিনাজপুর বিএডিসি কর্মকর্তারা কর্মবিরতি পালন করছে।
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আন্দোলনকারী ‘‘বিএডিসি কৃষিবিদ সমিতি’’ দিনাজপুর বিএডিসি কর্মকর্তারা।
দিনাজপুর বিএডিসি উপপরিচালক উৎপল কুমার সাহা জানান, গত ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে আকষ্মিকভাবে জন প্রশাসনের এই যুগ্ম সচিবকে সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পদে নিয়োগ দেওয়ায় বিএডিসিতে কর্মরত কৃষিবিদগণের মাঝে অসমেত্মাষ ও চরম ক্ষোভ বিরাজ করছে। তাৎক্ষনিক ভাবে ‘‘বিএডিসি কৃষিবিদ সমিতি’’ এর তীব্র প্রতিবাদ করেছে এবং এ নিয়োগের প্রতিবাদে আন্দোলন করে আসছে।
তিনি আরও জানান, ‘‘বিএডিসি কৃষিবিদ সমিতি’’ ডাকে আগামী ১৬অক্টোবর পর্যন্ত দিনাজপুর জেলার বিএডিসির সকল কর্মকর্তাদের সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।