শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দিনাজপুর জেলা বিএনপি আজ রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছেন। ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিএনপি’র দেশব্যাপী রোববারের বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর জেলা বিএনপি বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে জেলরোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, মোকাররম হোসেন, রেজিনা ইসলাম, সোলায়মান আলী, মহিলা দলের শাহিন সুলতানা বিউটি, যুবদলের জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, ছাত্রদলের মোন্নাফ মুকুল প্রমুখ। বক্তারা বলেন, নির্যাতনের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তির আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। খালেদা জিয়ার নেতৃত্বে দিন দিন আন্দোলন তীব্র হচ্ছে।