
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ায় ও কেন্দ্রীয় কমিটির কর্মসুচী অনুযায়ী বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি।
রোববার দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টুর নেতৃত্বে অপরটি সাধারন সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
রবিবার বেলা ১১টায় জেলা বিএনপির সভাপতি এবং বিকাল ৪টায় সাধারন সম্পাদক এর নেতৃত্বে বিস্থোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিএনপির সভাপতির নেতৃত্বে মিছিলে ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, পৌর বিএনপি’র সহ-সভাপতি সিরাজ আলী সরকার সাধারন সম্পাদক জাকির হোসেন বাবু, ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, পৌর তাতীদলের আহবায়ক লাবু চৌধুরী, যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর, জেলা জাগপা সভাপতি রকিবউদ্দীন চৌধুরী মুন্না নেতৃবৃন্দ।