দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিার জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম। জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ’র সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোকাররম হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোন্নাফ মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব আফতাব উদ্দীন আহমেদ মন্ডল, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মোসত্মাকিম, যুগ্ম সম্পাদক মোঃ রোস্তম আলী, জেলা জাসাস’র সভাপতি আখতারম্নল ইসলাম আকতার, জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওঃ ফজলুর করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপস্নব কুমার নাগ জয়, পৌর তাঁতীদলের আহবায়ক মুস্তাসির চৌধুরী লাবু প্রমূখ। সমন্বয় সভায় স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান সাজু, ছাত্রদল নেতা আব্দুস সালামসহ বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সদর উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোকারর, হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মোন্নাফ মুকুল ও মহিলঅ ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিন সুলতানা বিউটিকে বিজয়ী করার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমকে আহবায়ক ও জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।