কুরবান আলী, দিনাজপুর : বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, সাইকেল, শাড়ী, আতশবাজিসহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।
দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর ৭টায় নায়েব সুবেদার সিগনাল মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ী উপজেলার কৃষ্টপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ৭০ হাজার ৪৪০টি আতশবাজি উদ্ধার করে।
অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার কাটলা, চাদপাড়া ও করমজি স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লক্ষ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ৩৩ বোতল ফেন্সিডিল, ২টি সাইকেল, ২৩টি শাড়ী, ১১ কেজি জিরা, ৬ হাজার ৬২০ প্যাকেট আতশবাজি, ৩৬০ টি কসমো সিলকী, ১৯ টি শার্ট পিচ, ৬ টি থ্রি-পিচ এবং ৫ টি কোদাল উদ্ধার করে। এব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে সংশিস্নষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।