রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে বিজিবি কর্তৃক মাদকসহ ২লক্ষাধিক টাকার মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুরে পৃথক অভিযানে মাদকসহ আনুমানিক ২,২৩,৯০০ টাকার বিভিন্ন মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

ফুলবাড়ী উপজেলাস্থ রম্নদ্রানী, ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন, সদর উপজেলাস্থ তেতুলপুকুর, মোহনপুর এলাকা, বিরামপুর উপজেলাস্থ রণগাঁও এলাকা এবং ট্রেন তলস্নাশী চালিয়ে গত বুধবার সন্ধ্যা ৬টা হতে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যমত্ম উক্ত মালামাল আটক করে।

 

ফুলবাড়ী ২৯বিজিবি অধিনায়ক এম জাহিদুর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ২৯০ বোতল ফেন্সিডিল, ১০ টি শাড়ী, ০৫টি শার্ট পিস, ৫২ কেজি জিরা, ১৯ টি ষ্টীলের মগ, ১৬২টি চকলেট, ৪০ প্যাকেট বিস্কুট, ০১টি ষ্টোভ, ২৫ প্যাকেট পটকা এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট ৩৮৬২ টি আটক করতে সক্ষম হয়। আটক মালামালের আনুমানিক মুল্য ২,২৩,৯০০ টাকা।

Spread the love