
দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার ফুলবাড়ি রাঙ্গাটিস্থ ব্যাটালিয়ন সদর দপ্তরে পালিত হয়েছে। দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত কমাণ্ডার লে. কর্নেল আ. রাজ্জাক তরফদার কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন। এ সময় ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি ২৯ ব্যাটালিয়নের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন, ১৯৮০ সালে বিজিবির সদরদপ্তরে অত্র ব্যালিয়নের জন্ম হয়। ৫ বছরের অধিক সময় পার্বত্য চট্রগ্রামের খেধাছড়ায় থাকার পর দিনাজপুর সেক্টরের অধিন ফুলবাড়ির রাঙ্গামাটিতে সদ্য যোগদান করেন। সীমান্ত রক্ষায় ২৯ ব্যালিয়নের সদস্যরা সাহসীকতার সাথে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ঠ থাকবে।
এ সময়২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ, র্যাব-১৩ অধিনায়ক আবুল হায়াৎ, বিজিবি দিনাজপুর সেক্টরের মেজর রবিউল হাসান, রংপুর বিভাগের এফআইজি কমাণ্ডার মীর আশরাফ, ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মতিউর রহমান, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ, বিরামপুর থানার ওসি মমিনুল ইসলাম উফেসাফ বিরামপুর শাখার সম্প াদক মো. মাহমুদুল হক মানিক সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।